সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ::
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): মনোনয়নের দৌড়ে জনগণের প্রথম পছন্দ মানবিক ডাক্তার আনিস খান বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করেন মুলাদীতে আ.লীগ ও জাতীয় পার্টির শেল্টারে সরকারী তোহা বাজার দখলের পায়তারা, রাজস্ব হারাচ্ছে সরকার পশ্চিম বোয়ালিয়ায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন মামুন কাজী বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি বিআরজেএর মুলাদীর বাটামারায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত আমাসুফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত মুগদায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কারাগারে সাইফুল জমি নিয়ে বিরোধ : মুলাদীতে সংঘর্ষে কৃষক নিহত মুলাদিতে বাল্যবিবাহ নিয়ে লঙ্কাকাণ্ড
জমি নিয়ে বিরোধ : মুলাদীতে সংঘর্ষে কৃষক নিহত

জমি নিয়ে বিরোধ : মুলাদীতে সংঘর্ষে কৃষক নিহত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী সদর উপজেলার জমি-জমার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবুল বেপারি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বজয়সুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাবুল বেপারি ও মল্লিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকালে কথাকাটাকাটির একপর্যায়ে করিম মল্লিক, রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ তিন-চারজন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেপারি পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন আলিম বেপারি এবং রেসমা বেগম। নিহত বাবুল বেপারিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পাশের আখক্ষেত থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা আহত দুইজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারি জানান,আমরা ঘেরে জমি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের পুত্র করিম মল্লিক, করিম মল্লিকের পুত্র রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ সাত-আটজন ও স্থানীয় প্রভাবশালী বেল্লাল সরদার হামলা চালায়। ঘটনা শোনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রফিক মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পরিবারের ওপরও আগে থেকে উসকানি চলছিল। ওইদিন পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। আমরা পরিকল্পিত কোনো হামলা চালাইনি। তদন্তে সত্য বের হয়ে আসবে। আমরা কোনো পরিকল্পিত হামলা করি নাই। ঘটনাটি একেবারে উত্তেজনার মুহূর্তে ঘটে গেছে।

বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © ডিজিটাল জনবার্তা
Desing & Developed BY Gausul Azam IT