সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সোলাইমান, মুলাদী
মুলাদী (বরিশাল) জেলার বোয়ালিয়া গ্রামে ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সোনামদিন বন্দর পর্যন্ত রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেপারী বাড়ি হইয়া শিকদার বাড়ির সামন দিয়ে মরহুম আবু তালেব ক্বারীর বাড়ি হইয়া ময়দানের পাশ দিয়ে সোনামদিন বন্দর পর্যন্ত পৌঁছেছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতে প্রয়োজন পড়লেও যথাযথ কর্তৃপক্ষের কোনো নজর না থাকায় উক্ত পথে চলাচলকারী পথচারীদের পোহাতে হয়েছে অসহনীয় র্দর্ভোগ। তাদের এই দুর্শসা দেখে বোয়ালিয়া ওয়ার্ডের বাসিন্দা মালেক কাজীর ছেলে মোহাম্মদ মামুন কাজী নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করে দেন। তিনি আগামীতে মেম্বার পদপ্রার্থী।
মোহাম্মদ মামুন কাজীর কাছে রাস্তাটির নিজ উদ্যোগে ঠিক করার বিষয়ে জানতে চাইলে প্রতিনিধিকে তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। এলাকার মানুষেয়র দুর্ভোগ-দুর্দশায় সবসময় পাশে থেকে তাদের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চাই। সবার প্রতি দোয়া চেয়ে তিনি জানান এলাকার মাসুষ যদি তার ওপর আস্থা রাখে তবে তিনি আগামী নির্বাচলে মেম্বার পদে নির্বাচন করবেন।
Leave a Reply