সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ::
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): মনোনয়নের দৌড়ে জনগণের প্রথম পছন্দ মানবিক ডাক্তার আনিস খান বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করেন মুলাদীতে আ.লীগ ও জাতীয় পার্টির শেল্টারে সরকারী তোহা বাজার দখলের পায়তারা, রাজস্ব হারাচ্ছে সরকার পশ্চিম বোয়ালিয়ায় নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন মামুন কাজী বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি বিআরজেএর মুলাদীর বাটামারায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত আমাসুফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত মুগদায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে কারাগারে সাইফুল জমি নিয়ে বিরোধ : মুলাদীতে সংঘর্ষে কৃষক নিহত মুলাদিতে বাল্যবিবাহ নিয়ে লঙ্কাকাণ্ড
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): মনোনয়নের দৌড়ে জনগণের প্রথম পছন্দ মানবিক ডাক্তার আনিস খান

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার): মনোনয়নের দৌড়ে জনগণের প্রথম পছন্দ মানবিক ডাক্তার আনিস খান

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে আগামী নির্বাচনের মনোনয়নকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সরব আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যিনি এখন সবচেয়ে বেশি আলোচনায়, জনপ্রিয়তায় এবং জনআস্থায় শীর্ষে — তিনি হলেন মানবিক চিকিৎসক, সমাজসেবক ও তরুণ নেতা ডা. আনিস খান

চিকিৎসা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর অবদান এখন এলাকাজুড়ে প্রশংসিত। জনসেবার মাধ্যমে রাজনীতিকে মানবিকতার উচ্চতায় পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। ফলে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার—সব শ্রেণির মানুষই আজ তাঁকেই দেখতে চায় এই আসনের প্রার্থী হিসেবে।

চিকিৎসা থেকে জনসেবায় : ডা. আনিসের পেশাগত পরিচয় একজন চক্ষু বিশেষজ্ঞ। রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ইস্পাহানী ইসলামিক চক্ষু হাসপাতালে যোগ দেন এবং ২০১৬ সালে অর্জন করেন এফসিপিএস (চক্ষু বিভাগ) ডিগ্রি। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানের গ্লুকোমা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

পেশার বাইরে মানবিকতার জায়গা থেকেই তিনি নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছেন। তাঁর উদ্যোগে শত শত অসহায় রোগী দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ২০২৩ সালে প্রতিষ্ঠা করেন “ডা. আনিস আই কেয়ার হাসপাতাল”, যা অল্প সময়েই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠে।

জনগণের সঙ্গে সরাসরি সংযোগ : সাম্প্রতিক সময়ে ডা. আনিস জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নের মোট ১৮০টি ওয়ার্ডের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন তিনি।

এই গণসংযোগ কার্যক্রমে তিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা শোনেন, মতামত নেন এবং বাস্তবসম্মত সমাধানের প্রতিশ্রুতি দেন।
স্থানীয়দের ভাষায় —

> “ডা. আনিস কথা দেন না, কাজ দেখান। তাঁর মতো মানুষই আমাদের দরকার।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই তৃণমূলভিত্তিক যোগাযোগ ও মানবিক কাজই তাঁকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রেখেছে।

উন্নয়নের বাস্তবভিত্তিক রূপরেখা- ডা. আনিসের প্রচারণায় : জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা পরিকল্পনায় স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
মূল লক্ষ্যগুলো হলো —
আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
মানসম্মত শিক্ষা ও ডিজিটাল লার্নিং
যুবদের কর্মসংস্থান সৃষ্টি
নারী ও শিশু উন্নয়ন
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন
কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
তিনি বিশ্বাস করেন, “রাজনীতি মানে জনগণের জীবনমান উন্নয়ন, শুধু ক্ষমতা নয়।”
জনগণের আস্থা ও সমর্থন
মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া সহজ নয়—কিন্তু ডা. আনিস তা সম্ভব করেছেন তাঁর কাজের মধ্য দিয়ে। তিনি যেভাবে চিকিৎসা ও সমাজসেবাকে এক সূত্রে গেঁথেছেন, তাতে সাধারণ মানুষ তাঁকে এখন “মানবিক ডাক্তার আনিস” নামেই চেনে।
দেলদুয়ার ও নাগরপুরের গ্রামীণ জনপদে এক অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাঁকে নিয়ে। ভোটারদের আশা—
“এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে পারবেন একমাত্র ডা. আনিস খান।”

উপসংহার : চিকিৎসক হিসেবে সফলতা, সমাজসেবায় নিবেদন এবং রাজনীতিতে সততা—এই তিন গুণেই ডা. আনিস এখন টাঙ্গাইল-৬ আসনের জনতার আস্থার মুখ। মনোনয়নের দৌড়ে তিনি এগিয়ে আছেন শুধু দলের কাছে নয়, জনগণের মনেও।

ভোটাররা একবাক্যে বলছেন : “ডা. আনিস খানই নাগরপুর–দেলদুয়ারের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © ডিজিটাল জনবার্তা
Desing & Developed BY Gausul Azam IT