November 21, 2024, 10:21 am

সংবাদ শিরোনামঃঃ
অবৈধ ভাবে গাছ কর্তনে বাধা দেয়ায় আলি হোসেন খানের ঘর ভাংচুর ও লুটপাট চর বাটামারায় সম্রান্ত ব্যাক্তিদের শালিশীতে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ (ভিডিও) রহমানের খেয়াঘাটে যাত্রী ছাউনিতে লাইব্রেরি করার উদ্যোগ এলাকাবাসীর (ভিডিও রিপোর্ট) তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে জাতীয়তাবাদী বিপ্লবী দল : জাহিদুল ইসলাম জাহিদ  জয়নাল হাওলাদার ও আবুল কালাম ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে দন্দ (বিস্তারিত ভিডিও) সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদীর সোনামদ্দিন বন্দরে বিএনপির আলোচনা সভা (ভিডিও) জিএমপি’র পুলিশ কমিশনার হলেন ড. নাজমুল করিম প্রবীণ সাংবাদিক এম এ গফুর মোল্লা সফল সংগঠক হিসেবে বিটিএসএফ সম্মাননায় ভূষিত মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পাওয়ার দাবী রেনু বেগম গংদের মুলাদীর চর বাটামারা জমির দখল পাচ্ছে না খোরশেদা আক্তার
তিতাসে সিগারেট বাকি না দেওয়ায় দোকানদারকে হত্যা

তিতাসে সিগারেট বাকি না দেওয়ায় দোকানদারকে হত্যা

হানিফ তিতাস প্রতিনিধি (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় ক্রেতাকে সিগারেট বাকী না দেওয়ায় দোকানীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২১ মার্চ দুপুরে উপজেলার কানাইনগর গ্রামে। নিহত দোকানী কানাইনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো.মানিক মিয়া(৩৬)।সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবেশী নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন বাকীতে সিগারেট চায় এসময় দোকানী মানিক সিগারেট নাই বলে জানালে বাহাউদ্দীন কথা কাটাকাটি করে এক পর্যায়ে বাহাউদ্দীন দোকানে প্রবেশ করে দোকানীকে মারধর করতে গিয়ে হাতাহাতির এক পর্যায় বাহাউদ্দীন নাকে আঘাত পায় এবং রক্ত ঝরে। রক্তাক্ত অবস্থায় বাহাউদ্দিন বাড়ি গেলে তার বড় ভাই জালালসহ ৩/৪ জন মিলে ধারালো ছুরি দোকানী মানিক মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এসময় মানিকের ডাকচিৎকার শুনে স্বজনরা দৌড়ে এসে মানিকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।এবিষয়ে নিহত মানিকের চাচী রাজমোহন(৬০) বলেন,দুপুরে বাহাউদ্দীন মানিকের দোকানে এসে বাকীতে সিগারেট চায়,তখন মানিক বলেছে সিগারেট নাই, এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে দোকানে ডুকে মানিককে মারধর করে এসময় বাহাউদ্দীন নাকে আঘাত পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার ভাইদের সাথে নিয়ে ধারালো ছুরি নিয়ে এসে মানিককে গাইয়া মেরে ফেলে। আমরা খুনিদের বিচার চাই। এবিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি ঘর তালা দিয়ে সবাই পালিয়ে গেছে।তিতাস থানা ভারপ্রাপ্ত (ওসি)কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং অভিযুক্তদের আটক করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT