November 21, 2024, 9:27 am

সংবাদ শিরোনামঃঃ
অবৈধ ভাবে গাছ কর্তনে বাধা দেয়ায় আলি হোসেন খানের ঘর ভাংচুর ও লুটপাট চর বাটামারায় সম্রান্ত ব্যাক্তিদের শালিশীতে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ (ভিডিও) রহমানের খেয়াঘাটে যাত্রী ছাউনিতে লাইব্রেরি করার উদ্যোগ এলাকাবাসীর (ভিডিও রিপোর্ট) তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে জাতীয়তাবাদী বিপ্লবী দল : জাহিদুল ইসলাম জাহিদ  জয়নাল হাওলাদার ও আবুল কালাম ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে দন্দ (বিস্তারিত ভিডিও) সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদীর সোনামদ্দিন বন্দরে বিএনপির আলোচনা সভা (ভিডিও) জিএমপি’র পুলিশ কমিশনার হলেন ড. নাজমুল করিম প্রবীণ সাংবাদিক এম এ গফুর মোল্লা সফল সংগঠক হিসেবে বিটিএসএফ সম্মাননায় ভূষিত মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পাওয়ার দাবী রেনু বেগম গংদের মুলাদীর চর বাটামারা জমির দখল পাচ্ছে না খোরশেদা আক্তার
দৈনিক রূপছায়া‘র নবযাত্রা ও শুভ উদ্বোধনে বর্ণিল আয়োজন

দৈনিক রূপছায়া‘র নবযাত্রা ও শুভ উদ্বোধনে বর্ণিল আয়োজন

:স্টাফ রিপোর্টার বর্ণিল আয়োজনে উদযাপিত হলো সত্যের সন্ধানে প্রতিদিন দৈনিক রূপছায়া‘র নবযাত্রার শুভ উদ্ধোধন। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে,আধুনিকতার নতুন বাংলাদেশ পরিচায়কে সামনে রেখে পাঠকদের চাহিদা পূরণ করতে, প্রতিদিন বাংলা সংবাদপত্র এলো ‘দৈনিক রূপছায়া’। আজ শনিবার ০২ নভেম্বর সকাল ১০ ঘটিকায় রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্যে,কেক কেটে এ অনুষ্ঠান শুরু হয়।দৈনিক রূপছায়া ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোঃ তরিক এর সঞ্চালনায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও স্বধীন দিগন্ত‘র উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক,এরফানুল হক নাহিদ ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জুলাই এর ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলদেশ গড়ে তোলে। এই গনঅভ্যুত্থানের সুফল ভোগকরে কৃষক,শ্রমিক ও ছাত্র-জনতা সকলেই । আগামীর পথ চলার লক্ষে থাকবেনা কোন বৈষম্য । বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিবে এবং জনপ্রিয় সংবাদ হিসেবে পাঠক নন্দিত হবে। ভবিষ্যতে আরও ভালো সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে যুগ যুগ ধরে ।এছাড়াও তিনি দৈনিক রূপছায়া’র উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।দৈনিক রূপছায়া’র ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন, সারাদেশের সাধারণ পাঠকরাই আমাদের প্রাণ। আমরা পাঠকদের চাহিদাকে গুরুত্ব দিয়েই আমাদের এ সংবাদপত্রের পথ চলা। তিনি আরো বলেন ছাত্র-শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ । দৈনিক রূপছায়া’র মূল শক্তি পাঠক। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলা শুরু ,এবং আপনারা পাশে থাকলে দৈনিক রূপছায়া পত্রিকা যেতে পারবে বহুদূর। আগামীতে দৈনিক রূপছায়া হতে পারে দেশ সেরা সংবাদ মাধ্যম এই প্রত্যাশায় আমরা দেশ ও দেশের মানুষের পাশে সমাজের আয়না হিসেবে থাকতে চাই।প্রদান বক্তা বিএফইউজে সাংগঠনিক সম্পাদক,এরফানুল হক নাহিদ বলেন, হয়রানির শিকার না হয়ে মত প্রকাশ করাকেই স্বাধীনতা বলে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন দেশের সাংবাদিক ও সচেতন নাগরিকরা।সাংবাদিকদের অধিকার ও সুবিধা সম্পর্কে তিনি বলেন, আমরা প্রেস কাউন্সিলের কিছু নিয়ম কানুন যা সম্পাদক বা পত্রিকা মালিকদের বিরুদ্ধে যায়, এমন বিধিগুলো সংশোধনে আবেদন করেছি। আমি দৈনিক রূপছায়ার পত্রিকার সফলতা কামনা করি এবং দৈনিক রূপছায়া’র সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।দৈনিক রূপছায়া পত্রিকার উপদেষ্টা খোন্দকার আব্দুল মান্নান বাবু বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমি সব সময় এই পেশাকে সম্মান করি। বর্তমানে সংবাদপত্র একটি বিশাল বিপ্লব ঘটেছে। যদি স্বাধীনতা পূর্বকালেও সংবাদপত্রের অবস্থা ছিল খুবই করুন। বর্তমানে সংবাদপত্র সকলের কাছেই জনপ্রিয়। তাই দৈনিক রূপছায়া পত্রিকার সাফল্য কামনা করছি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক এশিয়া বানী’র প্রদান সম্পাদক ও প্রকাশক মো.তাজুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক কার্যনির্বাহী সদস্য এইচ এম আল আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন (দরবেশ) ,ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ মজুমদার,সাংবাদিকসুরক্ষা ফাউন্ডেশন এর মহাসচিব এম,আর সুজন মাহমুদ।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য,কাজী ফখরুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), সদস্য এনামুল হক তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), রাসেল আহমেদ সদস্য, দৈনিক এশিয়া বাণীর মফস্বল সম্পাদক, রবিউল ইসলাম ,দৈনিক দিন প্রতিদিনের চিফ রিপোর্টার মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের মহানগর দক্ষিণের যুগ্ন সম্পাদক আঃ মালেক সাগর, দৈনিক এশিয়া বাণীর সিনিয়র রিপোর্টার জাকির হোসেন, সিনিয়র ফটো সাংবাদিক, রিপন খন্দকার ও গোলাম মোস্তফা প্রমুখসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT