সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
ডিজিটাল জনবার্তা : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার (৭ জুন) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রতিটি প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় শেষে পছন্দের পশু কোরবানি করছেন।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিসহ হাজারো মুসল্লি। নামাজ শেষে প্রধান উপদেষ্টা মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজের পরপরই পশু কোরবানি শুরু, শহরজুড়ে ত্যাগের দৃশ্যনামাজের পরপরই পশু কোরবানি শুরু, শহরজুড়ে ত্যাগের দৃশ্য ঈদের জামাত শেষে অনুষ্ঠিত মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি ও নামাজ পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক।
এর আগে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায়। পরে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লার মসজিদ ও ঈদগাহেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয় যথারীতি।
Leave a Reply