January 22, 2025, 7:06 am
নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন চর বাটামারা গ্রামের সালাম হাওলাদারের পুকুর পাড়ে মৃত মফেজ হাওলাদারের ঘরের সামনে পুকুর ঘাটে বসে কথা কাটাকাটি করেন রেবা বেগমের সহিত রেবা বেগমের জাল মমতাজ বেগম এক পর্যায় উভয়ের মধ্যে মারামারি হয় ২৫-১১-২০২৪ ইং তারিখ বেলা অনুমান ৩.৩০ মিনিটে। এক পর্যায় উভয় পক্ষে মারামারিতে রেবা বেগমের হাত ভাঙ্গে ও প্রতি পক্ষ তার জাল মমতাজের মাথা ফাটলে মমতাজ মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আর রেবা বেগম মুলাদী ফেয়ার ক্লিনিকে চিকিৎসা করান। মমতাজ বেগমের পক্ষ থানায় অভিযোগ করে, রেবার পক্ষ বোয়ালিয়া পুলিশ ফাড়িতে অভিযোগ করে বলে উভয় পক্ষের রোকজনের কাছে জানা গেছে।
উভয় পক্ষ তুহিন হাওলাদারের চাচি হওয়ায় তুহিন হাওলাদার স্থানীয় পর্যায় শালিশীর জন্য তাদেরকে অনুরোধ জানালে উভয় পক্ষই মিমাংসায় বসার জন্য রাজি হয় বলে তুহিন হাওলাদার জানান। স্থানীয় লোক নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জনে জানান তুহিনের মধ্যেস্থতায় উভয় পক্ষ শান্তি পূর্ন সমাধান পাবে বলে মত ব্যাক্ত করেন।
Leave a Reply