January 22, 2025, 4:25 am

সংবাদ শিরোনামঃঃ
নাজির পুরে ধান ক্ষেতের সীমানা নিয়ে কথা কাটাকাটিতে মারামারি উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চর বাটামারায় পলাশ হাওলাদারের বাড়িতে সন্ত্রাসীরা লুটপাটের পায়তারা চালাচ্ছে চর বাটামারায় কথা কাটাকাটি করে থানা ফাড়িতে অভিযোগ সুবিচারের দাবি উভয় পক্ষের অবৈধ ভাবে গাছ কর্তনে বাধা দেয়ায় আলি হোসেন খানের ঘর ভাংচুর ও লুটপাট চর বাটামারায় সম্রান্ত ব্যাক্তিদের শালিশীতে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ (ভিডিও) রহমানের খেয়াঘাটে যাত্রী ছাউনিতে লাইব্রেরি করার উদ্যোগ এলাকাবাসীর (ভিডিও রিপোর্ট) তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে জাতীয়তাবাদী বিপ্লবী দল : জাহিদুল ইসলাম জাহিদ  জয়নাল হাওলাদার ও আবুল কালাম ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে দন্দ (বিস্তারিত ভিডিও)
চর বাটামারায় কথা কাটাকাটি করে থানা ফাড়িতে অভিযোগ সুবিচারের দাবি উভয় পক্ষের

চর বাটামারায় কথা কাটাকাটি করে থানা ফাড়িতে অভিযোগ সুবিচারের দাবি উভয় পক্ষের

নিজস্ব প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন চর বাটামারা গ্রামের সালাম হাওলাদারের পুকুর পাড়ে মৃত মফেজ হাওলাদারের ঘরের সামনে পুকুর ঘাটে বসে কথা কাটাকাটি করেন রেবা বেগমের সহিত রেবা বেগমের জাল মমতাজ বেগম এক পর্যায় উভয়ের মধ্যে মারামারি হয় ২৫-১১-২০২৪ ইং তারিখ বেলা অনুমান ৩.৩০ মিনিটে। এক পর্যায় উভয় পক্ষে মারামারিতে রেবা বেগমের হাত ভাঙ্গে ও প্রতি পক্ষ তার জাল মমতাজের মাথা ফাটলে মমতাজ মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আর রেবা বেগম মুলাদী ফেয়ার ক্লিনিকে চিকিৎসা করান। মমতাজ বেগমের পক্ষ থানায় অভিযোগ করে, রেবার পক্ষ বোয়ালিয়া পুলিশ ফাড়িতে অভিযোগ করে বলে উভয় পক্ষের রোকজনের কাছে জানা গেছে।
উভয় পক্ষ তুহিন হাওলাদারের চাচি হওয়ায় তুহিন হাওলাদার স্থানীয় পর্যায় শালিশীর জন্য তাদেরকে অনুরোধ জানালে উভয় পক্ষই মিমাংসায় বসার জন্য রাজি হয় বলে তুহিন হাওলাদার জানান। স্থানীয় লোক নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জনে জানান তুহিনের মধ্যেস্থতায় উভয় পক্ষ শান্তি পূর্ন সমাধান পাবে বলে মত ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT