November 21, 2024, 8:51 am

সংবাদ শিরোনামঃঃ
অবৈধ ভাবে গাছ কর্তনে বাধা দেয়ায় আলি হোসেন খানের ঘর ভাংচুর ও লুটপাট চর বাটামারায় সম্রান্ত ব্যাক্তিদের শালিশীতে এলাকাবাসীর সন্তোষ প্রকাশ (ভিডিও) রহমানের খেয়াঘাটে যাত্রী ছাউনিতে লাইব্রেরি করার উদ্যোগ এলাকাবাসীর (ভিডিও রিপোর্ট) তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবে জাতীয়তাবাদী বিপ্লবী দল : জাহিদুল ইসলাম জাহিদ  জয়নাল হাওলাদার ও আবুল কালাম ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে দন্দ (বিস্তারিত ভিডিও) সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদীর সোনামদ্দিন বন্দরে বিএনপির আলোচনা সভা (ভিডিও) জিএমপি’র পুলিশ কমিশনার হলেন ড. নাজমুল করিম প্রবীণ সাংবাদিক এম এ গফুর মোল্লা সফল সংগঠক হিসেবে বিটিএসএফ সম্মাননায় ভূষিত মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পাওয়ার দাবী রেনু বেগম গংদের মুলাদীর চর বাটামারা জমির দখল পাচ্ছে না খোরশেদা আক্তার
পল্লবীতে কিশোরগ্যাং ‘ডাসা শরিফ’ বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ

পল্লবীতে কিশোরগ্যাং ‘ডাসা শরিফ’ বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সেলিম সরকার পল্লবীর আলোচিত শাহিন উদ্দীন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও কিশোরগ্যাংয়ের প্রধান ডাসা শরিফ (২২) সহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী। অভিযোগে মিলন ঢালী বলেন, কিছুদিন পূর্বে আমিসহ ইমন (২৪) ও বাপ্পি (২৩) কে সাথে নিয়া জামাত বিএনপির সদস্যরা নাশকতা করার সময়, বোমাসহ ৪ জনকে আটক করিতে পুলিশকে সহযোগীতা করি। বিবাদী ডাসা শরিফ জেলে গিয়া নাশকতার মামলার আসামীদের সাথে দেখা করিলে তাহারা আমাদেরকে মারার জন্য বিবাদী ডাসা শরিফকে দায়িত্ব দেয়। ৩ ডিসেম্বর (রবিবার) রাত সারে আট ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর-১২ মোল্লা মার্কেটের পিছনে মসজিদের সামনে বিবাদীর সাথে আমার সহযোগী বাপ্পির দেখা হইলে বিবাদী ডাসা শরিফ তাহার সহযোগী অজ্ঞাতনামা ২০ জনকে নিয়া বাপ্পিকে আটক করিয়া মারধর করে। বাপ্পির ডাক চিৎকার শুনিয়া তপু ও রমজানসহ আশপাশের লোকজন আগাইয়া আসিয়া মারামারিতে বাধা দিলে বিবাদীরা পরবর্তীতে আমাকেসহ ইমন ও বাপ্পিকে সুযোগমত পাইলে আমাদেরকে প্রানে শেষ করিয়া ফেলিবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী দিয়া চলে যায়।তিনি আরও বলেন, পরবর্তীতে বিবাদী ডাসা শরিফ তার বাহিনী নিয়া আমার বাসায় গিয়ে আমাকে খোঁজ করে। না পাইয়া চিল্লাপাল্লা ও গালাগালি করে চলে যায়। খোঁজ নিয়ে দেখা যায়, কিশোরগ্যাং বাহিনীর প্রধান ডাসা শরিফের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা, অভিযোগ ও সাধারণ ডাইরি রয়েছে। এলাকাবাসী জানান, সে একাধিকবার পুলিশের কাছে গ্রেপ্তার হলেও জেল থেকে জামিনে এসে পুনরায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT