November 21, 2024, 6:26 am
রিপোর্টার হানিফ মিয়া তিতাস রতনপুর জমির পাতিলের ভিতর থেকে জীবিত শিশু উদ্ধার ও চিকিৎসার জন্য পাশে দাড়ালেন দেলোয়ার হোসেন পলাশ কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ৪ নং ওয়ার্ড রতনপুর গ্রামের জমির চক থেকে একটি মাটির পাতিলের ভিতর থেকে উদ্ধার করেছে।সরজমিনে গিয়ে তথ্যসুত্রে জানতে পারলাম যে,রতনপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো:ইউসুফ মিয়া জানিয়েছেন, আমি আজ ১৪ জুন ভোর সকাল ৬:৩০ মিনিটে আমার জমিতে আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখি আমার জমির পাশেই একটি মাটির পাতিল পড়ে আছে।তৎক্ষণাৎ আমি মাটির পাতিলের নিকট গিয়ে দেখি পাতিলের ভিতর জীবিত নবজাতক মেয়ে শিশু কাপড় দিয়ে পেছিয়ে রেখেছে।তখন আমার চাচাকে ডেকে এনে আমার বাড়িতে হেফাজতে রেখেছি।তারপর আমার স্ত্রী এই নবজাতক মেয়ে শিশুটি কে কোলে নিয়ে যত্নসহকারে রাখে। আমার বাড়িতে অনেক লোকজন একনজর দেখার জন্য আসতে থাকে।তিতাস উপজেলা কর্মকর্তা মো:নাজমুল হাসান নির্দেশক্রমে বর্তমানে শিশুটিকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হলে এবং বাচ্চাটির ওজন কম থাকার কারনে তিতাস স্বাস্থ্যকমপ্লেক্স ডাক্তার ঢাকা পাঠানো হয়।গরিব অসহায়ের বন্ধু কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ঘটনাটি জানতে পেরে তৎক্ষণাৎ নিজ অর্থায়নে সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবেন।নÍবজাতক শিশুটিকে উদ্ধার করে মো:ইউসুফ মিয়ার স্ত্রী জানিয়েছেন আমার ৩ সন্তান আছে এরপর আমি এই শিশুটিকে লালন পালন করে আমার সন্তান হিসেবে রাখতে চাই। এরপরও ইউএনও মো:নাজমুল হাসান সার যেখানে শিশুটি ভাল থাকবে তিনি যে সিন্ধান্ত নিবে আমি সেই প্রস্তাবেই রাজি আছি।
Leave a Reply