November 21, 2024, 10:22 am
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস এর উদ্যোগে আজ ১২ অক্টোবর রোজ শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে (২য় তলা) সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কারের ভূমিকা” শীর্ষক সেমিনার, শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র চেয়ামর্যান জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি, সংগঠনের উপদেষ্টা শওকত মাহমুদ, হক ভয়েস প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) আবদুল হক, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র উপদেষ্টা মোঃ আফজাল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, বাংলাদেশ এসএমই ফোরাম সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন),অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক। সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাব সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন।আলোচনা সভা শেষে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। যা গ্রহণ করেন আমেনা আক্তার রানু- ইসলামবাগ, ঢাকা, মীম আক্তার- ১/২১, মোমিনবাগ, কোনাপাড়া, ঢাকা, নাসরিন নাহার- মীরপুর- ১১, ঢাকা এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার গ্রহণ করেন মো. মোতালেব ফরাজী- বনশ্রী, ঢাকা, রাজিয়া সুলতানা- বনশ্রী, ঢাকা, মো. মাসুম- পটুয়াখালী, আলাউদ্দিন- খিলগাঁও, আবুল কালাম- চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply