November 21, 2024, 10:20 am
এম এ গফুর মোল্লা
বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন অজোপাড়া গায়ে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাতেম আলী ও ফাঁড়িতে কর্মরত এস আই, কনস্টেবলরা সরকারী নির্দেশীত আইনি বিধিমালা অনুযায়ী ফাঁড়ির আওতাভুক্ত এলাকায় সঠিক দ্বায়িত্ব পালন করায় সাধারন মানুষ তাদেরকে জনসেবক পুলিশ বলে অভিনন্দন জানান। ফাঁড়ির আওতাধীন এলাকার সচেতন মহলের অনেকেই আমাকে জানানঃ- মোঃ হাতেম আলী বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে আসার আগে নিরীহ সাধারন মানুষ বিভিন্ন সমস্যায় পড়িয়া আইনের আশ্রয় নেওয়ার জন্য ফাঁড়িতে গেলে সু-বিচার পাইতো না। ফলে এলাকার অনেক পরিবার সন্ত্রাসী, নেশা খোর, রারনৈতিক প্রভাবশালী নেতা কর্মীদের যোগসাযোগে পুলিশের হয়রানী হয়ে বাড়ি ফিরতে হত। মোঃ হাতেম আলী এই ফাঁড়িতে যোগদান করার পর থেকে রাস্তাঘাট, হাট বাজারে সন্ত্রাসীদের আড্ডা, ইয়াবা, গাজা নেশাখোরদের আড্ডা আস্তে আস্তে কমে যায়। এলাকার প্রভাবশালীদের অবৈধ্য প্রভাব এখন আর খাটাতে পারছেন না। বর্তমান প্রেক্ষাপটে নিরীহ জনসাধারন বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের আইনি সু-ব্যবস্থার মাধ্যমে কয়েকমাস ধরে নিরাপদ ও শান্তিপূর্নভাবে জীবন যাপন করতেছে। হাট বাজার ও এলাকায় চাদাবাজি, প্রভাবশালীদের প্রভাব খাটানো সহ অসামাজিক কার্যক্রম অধিকাংশ বন্ধ হয়েছে। বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সকল স্থরের দ্বায়িত্ববান পুলিশরা জনবান্দব পুলিশ হিসেবে মানুষের কাছে পরিচিত। এই অবদান মোঃ হাতেম আলী (এম এ) পুলিশ পরিদর্শক (ওসি) বাংলাদেশ পুলিশ এর।
Leave a Reply