November 21, 2024, 6:23 am
মুলাদী প্রতিনিধি
বরিশাল জেলার মুলাদী উজেলাধীন চর বাটামারা গ্রামের মৃত আ: হাকিম চৌকিদারের স্ত্রী রেনু বেগম তার বড় ছেলে ও বৌউ এর করা মিথ্যা মামলা ও হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করছেন । রেনু বেগম ও তার ছেলে ইউনুছ চৌকিদার, রেখা বেগম আমাদের প্রতিনিধিকে জানান ১। রেজাউল করিম চৌকিদার, পিতা:- মৃত আ: হাকিম চৌকিদার ২। খোরশেদা আক্তার, স্বামী:- রেজাউল করিম চৌকিদার ৩। রাবেয়া বেগম (রিয়া) স্বামী:- আমির মুন্সী ৪। মুরাদ, পিতা: রেজাউল করিম চৌকিদার সর্ব সাং চর বাটামারা ৫। পিয়া মনি, স্বামী আসাদুল মৃধা , পিতা: রেজাউল করিম চৌকিদার, সাং জালালাবাদ, লক্ষীপুর, সর্ব উপজেলা: মুলাদী, জেলা: বরিশাল।
উক্ত ব্যাক্তিরা আমাদের বসত ভিটা ঘর সহ জমি জমা সম্পূর্ন দখল করে নেওয়ার জন্য কয়েকটি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বিভিন্ন পর্যায় হয়রানী করে আসছে। এব্যাপারে স্থানীয় পর্যায় শালিশ ব্যবস্থা হলে শালীশ মহোদয়গণ গত ১৭/০২/২০২২ ইং তারিখ শালিশরা সরজমিনে উভয়ের উপস্থিতিতে জমি মাপিয়া ২০৭৬ নং দাগে মোট জমি ০৮ শতাংশ এর মধ্যে রেনু বেগমের বসত ঘর। উক্ত জমির ওয়ারিশ মোতাবেক স্ব-স্ব ব্যক্তির প্রাপ্য বুঝাইয়া দিয়ে সিমানা গোস গেরে দেয়। রেনু বেগম জানান আমার ২ ছেলে তারা ২১৬৮ নং দাগে ঘর বাড়ী করে দীর্ঘদিন যাবৎ জীবন যাপন করিতেছে আমার স্বামী জীবিত থাকা হইতে।রেনু বেগম আরো জানান কিছু দিন পূর্বে আমার ও মেয়ে রেখার জমিতে পাকা রাস্তার দক্ষিন পাশে ইউনুছের ঘরের সামনে রেজাউলের জামাইকে দিয়ে রেজাউল জোর করে ঘর উঠায়,
তখন আমার মেয়ে রেখা বেগম বাধা দিয়েছিল। কিছুদিন পূর্বে রেজাউলের স্ত্রী খোরশেদা আক্তার আমাকে সহ ছেলে ইউনুছ, মেয়ে রেখা ও ইউনুছের স্ত্রী শাহানাজ (রেক্সনা) কে আসামী করে মাননীয় সভাপতি লিগ্যাল এইড বরিশালে অভিযোগ করে। আমরা অভিযোগের কার্যালয় ২ বার হাজিরা দিয়ে আসছি। অভিযোগের উল্লেখিত বিষয় অধিকাংশ সত্য নয়।
যথাযথ কর্তৃপক্ষের সরজমিনে সঠিক তদন্ত হলে জমি কাবালা ছাড়া বাকি সম্পূর্ন ঘটনা মিথ্যা বলে প্রমান হবে। রেজাউল ০৬/০৩/২০২৪ ইং তারিখ তার স্ত্রী, ছেলে মেয়েকে জমি কাবালা দিয়েছে শুনেছি। আমার স্বামীর মৃত্যুতে তার ওয়ারিশ হিসাবে যে যাহা জমিসহ অন্যান্য মালামাল পায় তাহা ভাগবাটোয়ারা করে নিলে আমার ও ছেলে ইউনুছ, মেয়ে রেখার কোন ওজর অপত্তি থাকবেনা। রেজাউল করিম ২০৭৬ নং দাগের ০৮ শতাংশ জমি যেখানে আমার বসত ঘর তাহা সে একা দখল করে নিতে চায়। আমরা দিতে অস্বীকার করিলে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। রেজাউল ও তার স্ত্রীর বিভিন্ন মামলা ও হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য বোয়ালিয়া পুলিশ ফাড়িতে গত ১২/১১/২০২৪ ইং তারিখ উল্লেখিত বিবরণ সহ বিবিধ বিষয় সুবিচার পাওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি আমি রেনু বেগম। উপরোক্ত সকল বিষয়সহ আমাদের মৌখিক দেওয়া বক্তব্য বিভিন্ন পত্রিকা/ অনলাইন একাদিক পত্রিকায় প্রকাশের জন্য সাংবাদিকদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছেন রেনু বেগম,স্বামী: মৃত আ: হাকিম চৌকিদার, ইউনুছ চৌকিদার, রেখা বেগম।
উপরোক্ত বিষয় রেজাউল চৌকিদারের সাথে আলাপ করলে তিনি জানান উল্লেখিত ০৮ শতাংশ জমির দখল সম্পূর্ন সে নেওয়ার জন্য যাহা কিছুর প্রয়োজন তাহাই করতে বাধ্য হবেন বলে জানান।
Leave a Reply